চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চকবহরম এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে মো. বাবু (২৫) নামে নসিমন চালক নিহত হয়েছে। নিহত মো. বাবু হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্র গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। মঙ্গলবার রাত পৌণে ১১টার সময় চকবহরম এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮৩৯৪) মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে চকবহরম এলাকা দিয়ে যাবার সময় নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে নসিমনটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নসিমন চালক মারা যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করে পুলিশ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lnlp
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন