চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলার অরক্ষিত রেলক্রসিংয়ের কাছেই এ দুর্ঘটনা ঘটে।
রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। দুর্ঘটনায় যুবকের বিচ্ছিন্ন হওয়া বাম পা পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, তারা বিষয়টি তদন্ত করছেন। তবে কোন ট্রেনে ওই যুবক কাটা পড়েছেন তা এখনও জানা যায়নি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/o7lj
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন