জয়পুরহাটে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তারেক রহমান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় কালাই উপজেলার মোলামগাড়ীর হলদিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তারেক জেলার কালাই উপজেলার আতাহার গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট সরকারি কলেজের বিভগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ওসি এস এম মঈনুদ্দীন জানান, তারেক নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মোলামগাড়ী বাজারে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট -মোলামগাড়ী সড়কের হলদিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8ihq