ঝিনাইদহের সদর উপজেলার পাঁচমাইল এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (৬নভেম্বর) সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে ঝিনাইদহ লাইন নামের একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়।
এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jyj1
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন