English

38 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২

- Advertisements -

টাঙ্গাইলে রেললাইন পার হওয়ার সময় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

Advertisements

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা ও হাতিয়ায় রেলক্রসিং নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা দুজন নিহত হয়েছেন বলে জানা যায়।

নিহতরা হলেন উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে দেলোয়ার হোসেন (৫৬) ও একই ইউনিয়নের সল্লা গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল (৫৮)। নিহত দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যানচালক ও সামছুল রিকশাচালক।

স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন হাতিয়া রেলক্রসিং পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।

Advertisements

অপরদিকে, সামছুল আলম সল্লা এলাকায় অসতর্কতাবশত রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন