ঝিনাইদহে ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হয়েছেন। সকালে হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ট্রাক্টর ট্রলি চালক শফিক মাটি আনতে হরিণাকুন্ডুর দিকে যাচ্ছিল। সেসময় উপজেলার মথুরাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ট্রলি চালক শফিক ঘটনাস্থলেই মারা যান। আহত হয় মোটরসাইকেলের চালক শাকিল হোসেন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথিমধ্যে হাটগোপালপুর নামকস্থানে পৌছালে তার মৃত্যু হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/p238
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন