সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ট্রাক চাপায় ইমরান ডালি (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে পলাশ হোটেলর সামনে এ ঘটনাটি ঘটে।
তিনি বিমানবন্দর থানাধীন রঙ্গিটিলা এলাকার লাল মিয়ার ছেলে। এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫৪৯৩) আটক করলেও চালক ও ট্রাকের হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার দুপুরে পুলিশ নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয়রা জানান, নিহত ইমরান আম্বরখানাস্থ হোটেল পলাশের সামনে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় অপর প্রান্ত থেকে দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দিলে ইমরানের পুরো মাথা থেতলে যাওয়ায় তিনি ঘটনাস্থলে মারা যান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qu9l
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন