ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও পাঁচপীর কবরস্থানের গেট ভেঙে পড়ে হযরত আলী (৩২) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী উপজেলার টেকিয়া মহেষপুর এলাকার ইউসুফ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বনগাঁও পাঁচপীর কবরস্থান উঁচু করার জন্য সরকারিভাবে মাটি ভরাটের কাজ চলছিল। ঘটনার দিন দুপুরে হযরত আলী তার ট্রাক্টর দিয়ে ওই কবরস্থানে মাটি সরবরাহ করার সময় গেটের সাথে ট্রাক্টরের ধাক্কা লাগলে গেটটি ভেঙে ট্রাক্টরের উপর চাপা পড়ে। এতে চালক হজরত আলী চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।