ঠাকুরগাঁও সদর থানায় গাছের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রুহিয়ার ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের নামাজপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— মো. সিদ্দিক (৩৪) ও সুমন আলী (৩২)। সিদ্দিক রুহিয়া থানার উত্তর বঠিনা নতুনপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ও সুমন আলী একই এলাকার কাবেদ আলীর ছেলে।
চিত্ত রঞ্জন রায় আরও জানান, রানীগঞ্জ টু পাটিয়াডাঙ্গী সড়কের নামাজপড়া এলাকায় একটি মোটরসাইকেল মোড় ঘুরাতে গিয়ে গাছে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মো. সিদ্দিক নিহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মো. সুমন আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/t8i8
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন