ঢাকার ধামরাইয়ে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাস নবীনগরের দিকে যাচ্ছিল। বাসটি কসমস এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ঘটনার পরপরই সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দ্রুত নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/39h6
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন