English

28.8 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
- Advertisement -

দায়িত্বরত অবস্থায় বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাফিক পুলিশ সদস্যের

- Advertisements -

রাজধানীর মহাখালীতে বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের এক সদস্যের। তার নাম আবদুল আজিজ মোল্লা (৪৭)। তিনি ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন এবং গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের কর্মরত ছিলেন।

এ ঘটনায় ঘাতক বাস ও চালক সুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মহাখালী ফ্লাইওভারের ঢালে যাত্রীবাহী একটি বাস ডিউটিরত অবস্থায় থাকা এএসআই  আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তিনি মাথার পেছনে ও পায়ে মারাত্মকভাবে আঘাত পান।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমি নিজে ও সার্জেন্ট গোলাম রাব্বানী তাৎক্ষণিকভাবে আহত এএসআই আবদুল আজিজ মোল্লাকে উদ্ধার করে মহাখালী রেলগেটের পাশে ইউনিভার্সেল মেডিকেল কলেজে নিয়ে যাই। সেখানে আইসিইউতে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কিছুক্ষণ পরই আইসিইউ অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাখালী ট্রাফিক জোনের এই কর্মকর্তা বলেন, ঘাতক বাসটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। ঘটনার পর চালক ও হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীসময়ে মহাখালী ট্রাফিক জোনের টিআই এডমিন সালাউদ্দিন প্রধান ওই পরিবহনের পরিচালকের সঙ্গে কথা বলে কৌশলে লোকজনের মাধ্যমে ঘাতক বাসচালককে আব্দুল্লাপুর থেকে আটক করে বনানী থানায় সোপর্দ করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qj7z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন