English

29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

দিনাজপুরের নবাবগঞ্জে খড়বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত যান উল্টে প্রাণ গেল চালকের

- Advertisements -

দিনাজপুরের নবাবগঞ্জে খড়বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত যান উল্টে খড়ের নিচে চাপা পড়ে আজমল হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
দুর্ঘটনায় যানটির খড়ের ওপর থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন। তারা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন।
গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কাঁচদহ নবাবগঞ্জ রোড়ে জালালপুর বাজারের অদূরে বড় মাগুড়া এলাকার ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজমল বিরামপুর উপজেলার উত্তর হরিরামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। আহতরা সবাই ওই এলাকার বাসিন্দা।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার এসআই বাবুল হোসেন বলেন, ‘রবিবার রাতে বিরামপুর থেকে খড়বোঝাই দুটো শ্যালো ইঞ্জিনচালিত যানে করে খড় নিয়ে গাইবান্ধা জেলার ধাপেরহাট যাচ্ছিলেন আজমল হোসেনসহ কয়েকজন। পথে নবাবগঞ্জ কাঁচদহ জালালপুর বাজারের অদূরে  বড় মাগুড়াগ্রামের ইটভাটার সামনে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালক আজমল ওই খড়ের নিচে চাপা পড়েন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। স্থানীয়রা খড়ের নিচ  থেকে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশোক কুমার চৌহান বলেন, ‘শ্যালো ইঞ্জিনচালিত যান উল্টে খড়ের বোঝার নিচে চাপা পড়ে নিহত হয়েছেন যানটির চালক  আজমল। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bm4i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন