চাঁদপুরের হাজীগঞ্জ ও সদরের সীমান্ত এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনাম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫জন।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত এনাম হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর বড়কুল ইউনিয়নের নাটহরা মুন্সিবাড়ির খোরশেদ আলমের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, চাঁদপুর লঞ্চঘাট থেকে আশা একটি সিএনজিচালিত অটোরিকশা ও হাজীগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। একটি শিশু রাস্তা পারাপার করতে গেলে তাকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত এনামের বাবা খোরশেদ আলম জানান, এনাম ঢাকায় বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি আসার পথে সে মারা যায়।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।