তাড়াশে গরুবোঝাই নসিমনের ধাক্কায় দুই শিশুসহ অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাড়াশ উপজেলার তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১০), তার আট মাসের বোন তুবা ও কোহিত গ্রামের মরহুম বাহাদুর আলীর ছেলে অটোরিকশাচালক মো. হাইফোত হোসেন (৫০)।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গরুবোঝাই একটি নসিমন নওঁগা হাটের দিকে যাওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক হাইফোত হোসেন, অটোরিকশায় থাকা শিশু জনি ও তার বোন তুবা গুরুতর আহত হন। স্থানীয়রা জনি ও হাইফোতকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তুবাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।