নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোতালেব হোসেন (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব হোসেন সদর উপজেলার লালমনিপুরে চাঁদ হোসেনের ছেলে। তিনি বড়হরিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্যবসাসংক্রান্ত কাজ শেষে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি নাটোরের লালমনিপুর গ্রামে ফিরছিলেন মোতালেব। পথে ইঞ্জিনচালিত হালকা যান ভটভটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন মোতালেব।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। আজ শুক্রবার সকাল ১১টায় জানাজা শেষে নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে মোতালেবকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vhh2
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন