English

26.5 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
- Advertisement -

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জনের মৃত্যু: ট্রাক চালক গ্রেফতার

- Advertisements -

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জনের মৃত্যু ঘটনায় চালকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জুলাই ২০২৫ খ্রিঃ, সকাল অনুমান ১০টা ২০ মিনিটের সময় নাটোর-ঢাকা মহাসড়কের তরমুজ পেট্রোল পাম্প সংলগ্ন পূর্ব পার্শ্বে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আওতাধীন বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-২৪-৪৮৬৪) এবং নাটোরগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস (রেজি: ঢাকা মেট্রো-চ-১৩-৯৭৯২) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

মাইক্রোবাসে থাকা ৮ জন যাত্রীর মধ্যে ৫ জন (একজন পুরুষ ও চারজন মহিলা) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

সংবাদ পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখানে পৌঁছার পরই ১ জন মারা যান। গুরুতর অবস্থায় বাকি ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। ফলে দুর্ঘটনায় সর্বমোট ৮ জন যাত্রী প্রাণ হারান।

ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের নেতৃত্বে র‍্যাব-৫ এর সহযোগিতায় ট্রাক ড্রাইভার মোঃ মহির উদ্দিন (২৭), পিতা- মোঃ মমতাজ ওরফে সোনা মিয়া, সাং- বামনডাঙ্গা তেবাড়িয়া, থানা ও জেলা- নাটোর কে গ্রেফতার করা হয়েছে।

দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মাইক্রোবাস বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lgvz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন