লালমনিরহাটের হাতীবান্ধায় পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়িতে ঢুকে পড়লে ট্রাক চাপায় নুরি বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চার বছর বয়সী আব্দুল্লাহ নামের এক শিশুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী চালক পালিয়ে গেছেন।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দক্ষিণ পারুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নুরি বেগম উপজেলার দক্ষিণ পারুলীয়া গ্রামের মৃত শাহিদুল ইসলামের স্ত্রী।
পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে আব্দুল্লাহ নামে চার বছর বয়সের শিশুকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন। এ সময় নুরি বেগম নামে এক নারী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
