English

29 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
- Advertisement -

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক

- Advertisements -

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় মটর শ্রমিক ইউনিয়নের তিন সদস্য নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম ভান্ডারি (৪৮), রবিউল ইসলাম (৫২) ও মো. আলম (৪৫)।
সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশের সুমনা ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে ট্রাকটি সৈয়দপুর-রংপুর মহাসড়ক উঠতে গিয়ে চার মটর শ্রমিককে চাপা দেয়। এতে জাহাঙ্গীর আলম ভান্ডারি ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় পরিবহন শ্রমিক ইউনিয়নের তিন সদস্যকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসাপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ও আলমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় চাম্পুকে নামের অপর এক শ্রমিক গুরুতর আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বাস টার্মিনাল এলাকায় ট্রাকচাপায় তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটিকে আটক রয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন