নেত্রকোনা সদরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nou2