English

26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

পঞ্চগড়ে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় পঞ্চগড় জেলা কারাগারের দুই কারারক্ষী নিহত

- Advertisements -

পঞ্চগড়ে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কারারক্ষী মারা গেছেন। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে পঞ্চগড়-আটোয়ারী জেলা সড়কের রজলী খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের পারবর্তীপুর এলাকার মেহেদী হাসান মুন (২২) এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকার উৎপল কুমার রায় (২২)। এরা দুজনই পঞ্চগড় জেলা কারাগারের কারারক্ষী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দুই কারারক্ষী একটি মোটরসাইকেলে আটোয়ারীর গোয়ালপাড়া মোড় থেকে পঞ্চগড় কারাগারে আসছিলেন। রজলি খালপাড়া এলাকায় বালুভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে তাদের সামনাসামনি ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে দুজনই মারা যান। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়।
পঞ্চগড় জেলা কারাগারের জেলার মো. সফিকুল আলম বলেন, দুজনের একজন অফিসে এবং আরেকজন চিকিৎসা বিভাগে কর্মরত ছিলেন। তাদের ডিউটি চলছিল। কাউকে কিছু না জানিয়ে তারা সেদিকে কোথায় গেছেন জানা যায়নি। নিহতদের পরিবারে খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/alvz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন