English

25 C
Dhaka
সোমবার, নভেম্বর ৩, ২০২৫
- Advertisement -

পা পিছলে ট্রেনের নিচে পড়া সেই ব্যক্তি মারা গেছেন

- Advertisements -

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুর্ঘটনায় আহত কৃষক জালাল উদ্দীনের শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জালাল উদ্দীন (৪৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আগলী ইউনিয়নের নিধিরচর গ্রামের মো. তৈয়ব উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর স্টেশনে একই সঙ্গে দুটি ট্রেন — মোহনগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার — দাঁড়িয়ে ছিল। ঠিক সেসময় জালাল উদ্দীন শ্রীপুর বাজারে শাকসবজি বিক্রি শেষে ট্রেনে উঠতে দৌড় দেন। ট্রেন ছাড়ার মুহূর্তে পা পিছলে তিনি এক নম্বর লাইনের ট্রেনের নিচে পড়ে যান। মুহূর্তেই ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত অবস্থায় তিনি নিজের নাম-পরিচয় ও ঘটনার বর্ণনা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল, পথে তার মৃত্যু হয়। এদিকে, ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

চর আগলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম দুলু জানান, রাতে জালাল উদ্দীনের মৃত্যু হয়। সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শ্রীপুর উপজেলা হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, গুরুতর আহত অবস্থায় জালাল উদ্দীনকে হাসপাতালে আনা হয়। অবস্থা সংকটাপন্ন থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠান।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9o25
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন