English

26.6 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

প্রাইভেট কারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু, আহত ৫

- Advertisements -
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল মান্নান (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার পচাকান্দর (শরিপুকুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মান্নান চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুর মহল্লার মৃত আকরামের ছেলে।
Advertisements

আহতরা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। এদের চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ প্রাইভেট কারটি জব্দ করলেও চালক বা যাত্রীদের কোনো সন্ধান পায় নি।

নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন, প্রাইভেট কারের সামনে থাকা ব্যাটারিচালিত ভ্যানের চাকা ফেটে সড়কে নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে কারটি ধাক্কা দেয়। ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনাস্থল থেকে আহত সকলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন। হতাহতদের মধ্যে এক পরিবারের তিনজন রয়েছেন। জেলা সদর থেকে নাচোল বেড়াতে যাওয়া সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bp9j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন