ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে রেল লাইনে একটি বাসকে ধাক্কা দিয়েছে ট্রেন। এতে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
আজ রবিবার ভোর পৌনে ৬টার দিকে চট্রগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী এনআর পরিবহনের বাসের সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস।
দুর্ঘটনায় আহতদের ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এখন পর্যন্ত ১২/১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। ’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wwed
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন