বগুড়ার শেরপুর উপজেলায় বেপরোয়া গতির বাইকের ধাক্কায় মায়িশা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে আইনগত পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না এ তথ্য নিশ্চিত করেন। নিহত মায়িশা খাতুন গোসাইবাড়ি কলোনি এলাকার মামুনুর রশিদের কন্যা।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, এক যুবক মোবাইলে কথা বলতে বলতে মোটরসাইকেল নিয়ে আসছিল। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে চাপা দেয়। তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অভিযুক্ত ব্যক্তি নিয়মিত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। স্থানীয় লোকজন একাধিকবার নিষেধ করার পরও তোয়াক্কা করেনি বলে অভিযোগ করা হয়।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।