বগুড়ার ধুনটে গোসাইবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাস আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের দেয়াল ভেঙে ঢুকে পড়েছে।
এতে বাসের কোনো যাত্রী আহত না হলেও সরকারি কোয়ার্টারের দেয়ালের অনেক বড় অংশ ভেঙে যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ বাসটি উদ্ধার করে ধুনট থানায় নিয়ে যায়। তবে, ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, অদক্ষ লোকদের দিয়ে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hoqi