বগুড়ার ধুনট উপজেলার জালশুকা-পেঁচিবাড়ী গ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুল সালাম (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার জালশুকা গ্রামের একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা-বহালগাছা গ্রামের মোমতাজ আলীর ছেলে।
জানা গেছে, সোমবার রাতে আব্দুল সালাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বিলকাজুলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জালশুকা গ্রামের একাটি কালভার্টের নিকট পৌঁছালে পাকা সড়কের গর্তে পড়ে মোটরসাইকেলসহ উল্টে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আব্দুস সালামের মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন