রাজধানীর বনানীর ঢাকা-ময়মনসিংহ সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। আজ (বুধবার) বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন।
তার বাড়ি রাজবাড়ীতে। ঘাতক বাস জব্দ করা হলেও চালকতে পাওয়া যায়নি।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক-হেলপার বা অন্য কোনো যাত্রীকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/w5sb