বরগুনার বামনা উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত রিফাতের বন্ধু মাহিনকে (২৪) বরিশাল এবং রিফাতের ছোট ভাই সিফাতকে (১৮) স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রিফাতের বাড়ি বামনার ডৌয়াতলা ইউনিয়নের বড়ভাইজোড়া গ্রামে। সে একটি বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠনে কর্মরত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বামনা উপজেলায় যাচ্ছিল রিফাত, বন্ধু মাহিন ও ছোট ভাই সিফাত। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে ঘটনাস্থলে মারা যায় চালক রিফাত। এ সময় স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে বামনা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন