English

17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
- Advertisement -

বরিশালে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক আহত

- Advertisements -
বরিশাল প্রতিনিধি: বরিশালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুলাদী উপজেলাধীন “নাজিরপুর ইউনাইটেড কলেজ” এর ইতিহাস বিভাগের শিক্ষক মো. রাকিব হোসেন।
আজ ৪ জানুয়ারি সকাল ৯:৩০ মিনিটের সময় বরিশাল থেকে কলেজে যাওয়ার পথে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ গোসনাবাদ দুরানী বাড়ির সামনে অটো রিক্সা উল্টে মারাত্মকভাবে আহত হয়েছেন কলেজ শিক্ষক মো: রাকিব।
দূর্ঘটনার পর সহকর্মী ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শেবাচিম হাসপাতালের অর্থপেডিক্স বিভাগে চিকিৎসা রয়েছে।
এ বিষয় দূর্ঘটনার শিকার কলেজ শিক্ষক মো: রাকিব হোসেন এর সহকর্মী (অর্থনীতি বিভাগের অধ্যাপক) ও নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক বি.এম. শহীদুল ইসলাম মাখন বলেন,আজ আমার সহকর্মী মো: রাকিব হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়াসহ প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং পা ভেঙে গেছে।
তিনি আরও বলেন, এ বিষয় যথাযথ আইনী সহায়তা পাওয়ার  লক্ষে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়ে থানা পুলিশ।
এদিকে দূর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমীন, প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ রবিন,ক্রীয়া সম্পাদক মো: আকতার হোসেন, কার্যনির্বাহী সদস্য মো: ইমরান হাসান মাইনুল,মো:মেহেদী হাসান দিপুসহ অন্যান্যরা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gucd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হট চকোলেটের যত উপকারিতা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন