English

29 C
Dhaka
শনিবার, মে ১০, ২০২৫
- Advertisement -

বসুন্ধরা আবাসিক এলাকায় রাস্তার স্প্রীড ব্রেকারে দাগ না থাকায় দুর্ঘটনায় আহত নারী বাইকার

- Advertisements -

গাড়িরচালক ও পথচারীদের জন্য ‘রোড মার্কিং’ গুরুত্বপূর্ণ নির্দেশনা বহন করলেও রাজধানী ঢাকার সড়কগুলোতে এগুলোর খুব কমই দেখা মেলে। আর পরিচর্যার অভাবে মুছে গেছে পথচারী পারাপারের জেব্রা ক্রসিংয়ের সাদা রঙের দাগ। তাই গাড়ির ফাঁকে ফাঁকে চলছে পথচারী। ফলে সড়কে প্রায়ই ঘটছে বড় বড় দুর্ঘটনা।
আজ বিকালে বসুন্ধরা আবাসিক এলাকায় রাস্তার স্প্রীড ব্রেকারে দাগ না থাকায় এক নারী বাইকার দুর্ঘটনার শিকার হন। আদিবা ইসরাত নামে এই নারী বাইকার আজ বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাইন নিয়ে যাবার সময় সেখানে রংহীন একটি স্প্রীড বেকারের ওপর বাইক নিয়ে পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন। এরপর তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
দুর্ঘটনার পর আদিবা ইসরাত নামে এই নারী বাইকার তার ফেসবুকে একটি ষ্ট্যাটাস লেখেন, সেখানে তিনি দেশের স্প্রীড বেকার গুলো রং করার দাবি জানান।
আদিবা ইসরাতের পোস্টটি নিচে হুবুহু তুলে ধরা হলো:
আমার মতে, বাংলাদেশের ৫০% দুর্ঘটনা হয় রাস্তার স্প্রীড ব্রেকারে দাগ / কালার করা না থাকায়। অনেক বার কন্ট্রোল করেছি, কত আর খেয়াল রাখা যায়? নতুন রাস্তা এক রকমই লাগে আন্দাজ করা যায় না বা পারিনি!
বসুন্ধরা আবাসিক এলাকার মত যায়গায় ও এই একই সমস্যায় আমি এক্সিডেন্ট করলাম ! শুধু এই দেশেই এমন অসচেতনতা।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয় টা দেখার জন্য।
তাদের ভুলের মাসুল দিতে হল আজ আমায়, কিছু মানুষ ভেবেই নিচ্ছে আমি চালাতে জানিনা তাই এমন হয়।
৩০০ ফিটের রাস্তা দিয়ে ৮০তে টেনে আসছি গাড়ি তখন কিছু হল না।
যখন ৪০ এ বসুন্ধরার ভেতরে তখন এই বিপদে পরতে হল,
যাই হোক, হয়তো আরো বড় কিছু হতে পারতো আল্লাহ মাফ করেছেন।
হেলমেট না থাকলে হয়তো আল্লাহর দেয়া এই সুন্দর মুখ টা ও নস্ট হয়ে যেতো! সবাই হেলমেট পরে ড্রাইভ করবেন। দয়া করে পুলিশের ভয়ে না নিজের সেফটির জন্য ।
সবাই সাবধানে ড্রাইভ করবেন সেটা যত ভাল গাড়িই হোক না কেন।
নিজের উপরে ওভার কনফিডেন্স রাখবেন না যে ভুল টা আমি করি।
আমার লাল পাখিটা বদজাত হয়ে গেছে আমাকে ফেলে দেয়
সবাই আমার জন্য দোয়া করবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন