লালমনিরহাট সদর উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার সকল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলায় এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম জয়নুল আবেদীন। তিনি উপজেলার পচা মহেন্দ্র নগর ইউনিয়নের বৈরাগীকোমর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রবিবার সকল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে লালমনিরহাট ফেরার সময় হানিফ পরিবহন নামে একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুর্ঘটনাস্থলেই আরোহী নিহত হয় এবং এক পথচারীসহ মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ngji
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন