মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক দলের কর্মসূচি শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বসে খিচুড়ি খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামে এক শ্রমিক দল কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) দুপর সোয়া ১টার দিকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব ধামসর সোনার বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। এ ঘটনার পর উত্তেজিত শ্রমিকসহ স্থানীয়রা দুপুর ৩টা পর্যন্ত ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে চরম দুর্ভোগ হয় যাত্রীদের।
নিহত মানিক গাজী উজিরপুরের পশ্চিম ওটরা গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল নগরীতে অনুষ্ঠিত শ্রমিক দলের মে দিবসের কর্মসূচি শেষে উজিরপুরে ফিরে মহাসড়কের পাশে অন্যান্যদের সঙ্গে বসে খিচুড়ি খাচ্ছিলেন মানিক। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিককে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়রা ধাওয়া করে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এস জলিল সেতুর কাছাকাছি এলাকা থেকে বাসটিকে আটক করে সোনার বাংলা বাজারে নিয়ে যান এবং পুলিশে সোপর্দ করেন। তবে চালক ও হেলপারকে আটক করা যায়নি।
এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।