English

40 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫
- Advertisement -

মাহেন্দ্র চাপায় ধামরাইয়ে দুই শিশু নিহত

- Advertisements -

ঢাকার ধামরাইয়ে মঙ্গলবার পৃথক ঘটনায় অবৈধ মাহেন্দ্র চাপায় রাহুল (১২) নামে এক শিশু মারা গেছে। একই দিনে ধামরাইয়ের বৈষ্টবদিয়া গ্রামে মাহেন্দ্র চালক ১৪ বছরের শিশু মোরসালিন গাড়িসহ খাদে পড়ে মারা যান।

স্থানীয়দের অভিযোগ, মাহেন্দ্র (ট্রাক্টার) গাড়িটি শুধু ফসলি জমি চাষাবাদের জন্য। কোনো মালামাল কিংবা মাটি বোঝাই করে নেওয়ার  জন্য নয়। এ গাড়ি যারা চালান তারা কোনো দক্ষ চালক না। তারা কৃষি জমিতে এ গাড়িটি চালিযে থাকেন। কোনো পাকা সড়কে নয়।

কিন্তু স্থানীয় প্রশাসনের নাকের ঢগার ওপর দিয়ে প্রতিদিন এসব অবৈধ যান গ্রামের ভেতর দিয়ে ফসলি জমির মাটি নিয়ে বিভিন্ন ইট ভাটায় পৌঁছায় দিচ্ছে। কিন্তু প্রশাসন তা দেখছে না।

জানা গেছে, ধামরাইয়ের আমতা ইউনিয়নের আগজেঠাইল এলাকার আয়নাল হকের একমাত্র ছেলে রাহুল। তাদের গ্রামের ভেতরের সড়ক দিয়ে মাটি বোঝাই মাহেন্দ্র ইটভাটায় যাওয়ার সময় পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে বিষয়টি গ্রামে মীমাংসা করা হয়। পুলিশ লাশটি উদ্ধারও করেনি বলে গ্রামবাসীরা জানান।

এদিকে, কুশুরা বান্নাখোলা দিয়ে মাটি বোঝাই করে ইটভাটায় যাওয়ার সময় বৈষ্টবদিয়া গ্রামে মাহেন্দ্র চালক মোরসালিক গাড়িটি খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন