ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের পাশে মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার মরিচাকান্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ফরিদ মিয়া (৪৫) ও বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে জুয়েল (৩৫)।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, স্পিডবোটটি গতকাল রাতে ১০-১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় জুয়েল ও ফরিদ মিয়াকে উদ্ধার করে ঢাকায় নেওয়া পথে জুয়েল মারা যান। আর নরসিংদী নেওয়ার পথে মারা যান ফরিদ মিয়া। তবে নৌযানটির অপর যাত্রীরা প্রাণে রক্ষা পান।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে স্পিডবোটের চালককে খুঁজে পাওয়া যায়নি বলেও জানান ওসি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/u3hq
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন