English

26.8 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
- Advertisement -

মোটরসাইকেলে ৬ স্কুলছাত্রের ঈদ ভ্রমণ, ২ বন্ধুর মৃত্যু

- Advertisements -

মেহেরপুরের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো জিসান (১৩) ও সামিউল ইসলাম বিজয় (১৪)।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৩টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ওই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।

মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার জানান, তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুতগতিতে মেহেরপুর ফিরছিল। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানোর পর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সঙ্গে ধাক্কা লাগায়। এতে জিসানসহ তার তিন বন্ধু আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জিসান ও বিজয়কে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়ে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/y47y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন