ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত বাসচাপায় মো. রোমান আহাম্মেদ (২০) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় স্কয়ার কারখানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. রোমান আহাম্মেদ নরসিংদীর আবু সাঈদের ছেলে। তিনি স্কয়ার কারখানায় শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন।
ভরাডোবা হাইওয়ে ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থান দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন স্কয়ার কারখানায় শ্রমিক মো. রোমান আহাম্মেদ। ওই সময় ময়মনসিংহগামী অজ্ঞাত একটি বাসচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/va23
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন