যশোরের অভয়নগরে ট্রাকচাপায় রেজওয়ান হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। রেজওয়ান প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের ফারুক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেজওয়ান বাজার করতে মোটরসাইকেল নিয়ে বের হন। তিনি মজুমদার অটোরাইস মিলের সামনে এলে একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে রেজওয়ানের মৃত্যু হয়। খরব পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের স্ত্রী জানান, রেজওয়ান বাজার করার উদ্দেশে মোটরসাইকলে নিয়ে বের হয়েছিলেন। ট্রাকচালককে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, মহাসড়কে ট্রাকচাপায় রেজওয়ান হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিজ এলাকায় মৃত্যু হওয়ায় পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে। মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে আরটিএ করার জন্য নিহতের পরিবারকে বার বার অনুরোধ করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pk1m
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন