রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে বাসের ধাক্কায় যুবক (২৫) নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল নীল রঙ্গের ট্রাউজার ও ছাই রঙ্গের শার্ট।
শনিবার (৩১অক্টোবর) বিকালে ঘটনাটি ঘটে।
পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ছয়টা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধার কারী আহামেদ শরীফ বলেন, মা ও শিশু হাসপাতালের সামনে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পরে ছিল। পথচারীরা তাকে উদ্ধার করে।পরে আমরা হাসপাতালে নিয়ে আসি।
তিনি বলেন, ঘটনাস্থলের পাশে একটি বাই সাইকেল পরে ছিল। ধারনা করা হচ্ছে, যুবকটি বাইসাইকেলে ছিল। এ ঘটনায় স্থানীয় জনতা বাসটিকেও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/d8om
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন