রাজধানী যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাসরিন আক্তার (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় নাসরিনকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাসরিনকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। এক ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।
নিহতের স্বামী সিদ্দিকুর রহমান জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধনপতি খোলা গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের পাশে তুষারধারা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন