রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে খালা ও ভাগনি। শুক্রবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী রেল চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের শুকুর আলীর স্ত্রী আসিনূর খাতুন (৩৮) ও তার বোনের মেয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নূপুর খাতুন (১৬)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, আসিনূর খাতুন তার বাড়িতে বেড়াতে আসা ভাগনি নূপুরকে নিয়ে শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন আসিনূর খাতুন। স্থানীয়রা গুরুতর আহত নূপুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই নুপুর মারা যান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/l70s
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন