লালমনিরহাটের পাটগ্রামে করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই চারজন রেললাইনে বসেছিল। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন ঘটনা স্থলে মারা যান। তারা দিনমজুর বলে জানা গেছে।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ইনচার্জ মামুন হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/73e5