শুটিং স্পট দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু। বর্তমানে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে আদি টাঙ্গাইলের থানা পাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন রিজু ও তার বন্ধু রাসেল। এমনটাই জানিয়েছেন রিয়াজুল রিজুর প্রযোজনা প্রতিষ্ঠান কারুকাজ’র মিডিয়া ও মার্কেটিং প্রধান ইমদাদুল ইসলাম যিকরান।
তিনি বলেন, ‘গতকাল রাতে বন্ধুকে নিয়ে রিজু ভাই মোটরসাইকেলে করে তার নতুন সিনেমা “ব্ল্যাক লাইট”র শুটিংয়ের জন্য লোকেশন দেখতে বের হন। বাসায় ফেরার পথে তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যান। তারা দুজনই গুরুতর আহত। রিজু ভাই মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন, তিনটি সেলাই লেগেছে।’
এদিকে, নির্মাতা রিয়াজুল রিজু তার প্রথম সিনেমা ‘বাপজানের বায়স্কোপ’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৫) পেয়েছেন। একই আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৮টি বিভাগে পুরস্কার পায় মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমাটি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/znoj
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন