বগুড়ার শেরপুরে ভটভটির ধাক্কায় মহাদেব (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শেরপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের নাইশিমুল পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পরপরই ওই ভটভটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ভটভটিসহ হেলপার সোহেল রানাকে (১৯) আটক করে স্থানীয় জনতা। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকার আজিজার রহমানের ছেলে। পরে ভটভটিসহ আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শেরপুর থানার উপ পরিদর্শক (এসআই) আজাহার আলী এই তথ্য নিশ্চিত করে জানান, ভটভটি ধান আনতে রানীরহাট বাজারে দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই স্থানে পৌঁছলে যানটি দ্রুতগতির থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
একপর্যায়ে ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী মহাদেবের মৃত্যু হয়। ঘাতক ভটভটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও হেলপার আটক হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন