সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় সোহান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের পার-জামিরতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান ভাটপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।
আটকরা হলেন- ড্রাইভার জেলহক হোসেন, সহকারী ইমরান হোসেন ও আলামিন হোসেন।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৮টায় শিশু সোহান পার-জামিরতায় রাস্তা পার হচ্ছিল। এ সময় হাবিব এন্টারপ্রাইজের একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় সোহান। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকসহ চালককে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল জানান, আটকদেরসহ ট্রাকটি থানায় নেয়া হয়েছে। শিশু সোহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন