সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম নামক স্থানে আজ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চালচল বন্ধ ছিল।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) নবিন হোসেন বলেন, ট্রাকচালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত হেলপারের লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে ও দুর্ঘটনা কবলিত ট্রাক হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/co6f