জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ও তার স্ত্রী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার (২০ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানিয়েছেন মাহিন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে মাহিন সরকার লেখেন, ‘সিরাজগঞ্জ থেকে ঢাকায় প্রাইভেট কারে ফেরার পথে রাত পৌনে ১২টা নাগাদ মহাখালী কলেরা হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সি নামক পরিবহণ সংস্থার একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৭-০৮০২) একেবারে অপ্রত্যাশিতভাবে ধাক্কা মারে। এতে গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vw4b