English

30 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যু

- Advertisements -

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল বুধবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী হাসানের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ২০১৫ সালে এসএসসি এবং ২০১৭ সালে এইচএসসি পাস করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সার্জেন্ট শিবুনাথ সরকার জানান, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় মেহেদীদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার দেখতে পায়। মাইক্রোবাসটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গিয়েছিল। ওই মাইক্রোবাসের যাত্রী মেহেদীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তার মৃত্যু ঘটে। মাইক্রোবাসের অপর আরোহীদের স্থানীয় ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মেহেদীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন