English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

৩০০ ফিটে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

- Advertisements -

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী হাইস মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চন্দন দাসের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ভৈরবনগর এলাকায়। তিনি সুরেশ দাসের সন্তান।

হাসপাতালে নিয়ে আসা মো. নজরুল ইসলাম জানান, চন্দন দাস পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। ঘটনার সময় তিনি খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি হাইস মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gidb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন