জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া নামক স্থানে চার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইবনে সাজ্জাদ ওরফে হৃদয় (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানার ছেলে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন জয়পুরহাটের কালাই পৌর সদরের আল আমিন (৩০), রনি (২০), নাজমুল (৩০), সাব্বির (২১) এবং নওগাঁর বদলগাছী উপজেলার আল আমিন (৪০) ও মাসুদ রানা (৪০)। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের তিনজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিক আহম্মদ জেবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে দুটি মোটরসাইকেলে কালাই ফেরার পথে হৃদয় ও তাঁর বন্ধুদের পাঁচবিবির দরগাপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। আহতদের পাঁচবিবি ফায়ার সার্ভিসের গাড়িতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তির পর তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বগুড়ায় পাঠানো হয়।