সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন।
ছবি উঠার জন্য এক মোটরসাইকেলে তিন বন্ধু আখালিয়া থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় তারা তিনজন। আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ফরিদকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সিলেটের আখালিয়া ধানুহাটার পার এলাকার রানা মিয়ার কলোনির মো. জসীমের ছেলে মো. ফরিদ (২২)। আহতরা হচ্ছে একই এলাকার মৃত রহমত আলীর ছেলে আলী হোসেন (১৮) ও কিতাব আলীর ছেলে রাশেদুল (১৫)।
এরমধ্যে রাশেদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3mh0
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন